আদালতে মির্জা আব্বাস
১ নভেম্বর ২০২৩ ১৪:২২ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৫:৫০
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির শীর্ষ নেতা মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের আদালতে নিয়ে আসা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় তাদের রাখা হয়েছে। বিকেল ৩টার দিকে শুনানিকালে তাদের এজলাসে তোলা হবে বলে জানা গেছে।
গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে এবং একই এলাকার আরেকটি বাসা থেকে ওই সময়ে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারর করা হয়।
এর আগে, ২৮ অক্টোবর নয়াপল্টনে সহিংসতা ও ২৯ অক্টোবর হরতাল-সহিংসতা ও ভাংচুরের ঘটনার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করেন ডিবি পুলিশ।
এদিকে বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকেও আদালতে হাজির করা হয়েছে। সারওয়ার্দীকেও জিজ্ঞেসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে ডিবি পুলিশ।
সারাবাংলা/এআই/ইআ