Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৩:২৪ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৪:১৩

ঢাকা: আগামী ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার( ১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

গণমাধ্যমকে তিনি বলেন, ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। তারপর রোববার (৫ নভেম্বর) থেকে মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

এর আগে, ২০ অক্টোবর এই অংশের উদ্বোধনের দিন ঠিক করার কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সে তারিখ পরিবর্তন করে ২৯ অক্টোবর করা হয়। পরে তা ফের পরিবর্তন করে ৪ নভেম্বর ঠিক করা হয়।

উল্লেখ্য, যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যে রাজধানী ঢাকাতে মেট্রোরেল নির্মানের উদ্যোগ নেয় সরকার। উড়াল-পাতাল মিলিয়ে মোট পাঁচটি প্রজেক্টে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। আর উদ্যোগের শুরু হয় এমআরটি লাইন-৬ এর হাত ধরে। এমআরটি লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথ নির্মানের কথা ছিল প্রাথমিক পরিকল্পনায়। পরে তা সংশোধন করে কমলাপুর পর্যন্ত টেনে নেওয়া হয়। ফলে পথের দূরত্ব দাঁড়ায় ২১ দশমিক ২৬ কিলোমিটারে।

ডিএমটিসিএল দেওয়া তথ্যানুযায়ী, এমআরটি লাইন -৬ বাস্তবায়ন হচ্ছে ৮ ধাপে। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারের কাজ শেষ করা হয়। যা গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ২৯ ডিসেম্বর থেকে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রেলপথে যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। এবার আগারগাও থেকে মতিঝিল পর্যন্ত ৭ কিলোমিটার পথের উদ্বোধন হতে যাচ্ছে। ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো ২০ দশমিক ১০ কিলোমিটার পথে পূর্ন মাত্রায় যাত্রী পরিবহন করতে পারবে মেট্রোরেল। বাকি ১ দশমিক ১৬ কিলোমিটার কমলাপুর পর্যন্তের কাজ পরের বছর শেষ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর