Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১২:৩১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছেন। মৃতের যুবকের নাম রুবেল হোসাইন সজীব (৩৫)।

বুধবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারজানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

এসআই ফারজানা আক্তার জানান, বুধবার সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-পরিচয় জানা গেছে। তার বাবার নাম বাবুল আক্তার। তার বাড়ি নারায়ণগঞ্জে। ঘটার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ বাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর