Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে যুবদলের সভাপতিসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১২:১৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ২৩:৫৮

সুনামগঞ্জে অবরোধ পরিস্থিতি। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিএনপির অবরোধ কর্মসূচি পালনের সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির পুরাতন বাস-স্টেশন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত ও জেলা বিএনপি নেতা রাকাব উদ্দিন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, অবরোধকে কেন্দ্র করে সুনামগঞ্জে রাস্তা ঘাটে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে— এমন খবর পেয়ে পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ছাড়াও শহরকে শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন পয়েন্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/টিআর

অবরোধ যুবদল নেতা আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর