Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ২২:২৩

কিশোরগঞ্জ: বিএনপির ডাকা অবরোধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই কর্মী নিহত হয়েছে বলে দলটির দাবি। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

বিএনপির নেতা-কর্মীদের দাবি, অবরোধের সমর্থনে সকাল ৮টার দিকে ছয়সূতি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ামাত্র আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত বলেন, ‘অবরোধের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি ছুড়লে রিফাত ও বিল্লাল নামে আমাদের দুইজন মারা যান।’

রিফাত উল্লাহ (২০) উপজেলার ছয়সূতি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। বিল্লাল হোসেন (৩০) একই ইউনিয়নের কৃষক দলের সভাপতি। এ ছাড়া ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘সংঘর্ষে নিহতদের একজন বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরেকজনের মরদেহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’

কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, “বিল্লাল হোসেন গুলিতে না অন্য কোনো কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।’

ওসি বলেন, “মিছিলকারী বিএনপির কর্মীরাই প্রথমে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার জন্য পুলিশ পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। সেখানে গিয়েও বিএনপির কর্মীরা হামলা করেন।’

বিজ্ঞাপন

‘তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হয়। সংঘর্ষে আমি নিজেও আহত হই এবং আরো ১৫-১৬ জন পুলিশ আহত হয়।’

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/একে

২ জন নিহত কিশোরগঞ্জ পুলিশ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর