কিশোরগঞ্জে বুধবার আধাবেলা হরতাল বিএনপির
৩১ অক্টোবর ২০২৩ ২২:১৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ২৩:৩৬
কিশোরগঞ্জ: বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) কুলিয়াচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই নেতা নিহত হয়েছে দাবি করে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে দলটি।
মঙ্গলবার সন্ধ্যার পর জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া নিহত ও দুই শতাধিক নেতাকর্মী আহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।
হরতাল সফল করার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের সবস্তরের নেতাকর্মীদের আহ্বান এবং জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
সারাবাংলা/পিটিএম