‘গত অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি’
৩১ অক্টোবর ২০২৩ ১৯:০০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ২১:৫৩
ঢাকা: চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ হতে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি এও জানান, গত অর্থবছরে (২০২২-২৩) রাজস্ব আদায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ সব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। এ দিন জাতীয় সংসদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ হতে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬১৯ দশমিক ৫৭ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শুল্ক বাবদ ১৩ হাজার ৮৭৮ দশমিক ৭০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সর্বমোট ৩ লাখ ৮৩ হাজার ৮৭৮ দশমিক ৭০ কোটি টাকার বিপরীতে রাজস্ব আহরিত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৯৯ দশমিক শূন্য ৫ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে ৩ লাখ ৩১ হাজার ৫০২ দশমিকি শূন্য ৫ কোটি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্ট্যাম্প শুল্ক বাবদ ৪ হাজার ৯৭ কোটি টাকা।
গত অর্থবছর (২০২২-২৩) শেষে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৪২ শতাংশ অর্জিত হয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম