Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের সামনে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৬:৫৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৭:৪৭

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে হাইকোর্টের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে হাইকোর্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়কে কদম ফোয়ারার কাছে বঙ্গবন্ধু পরিবহনের একটি বাসে দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বাসটি ওই পথ দিয়ে বিকেল ৪টার দিকে ফার্মগেটের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই যাত্রীবাহী ওই বাসটিতে কে বা কারা আগুন দিয়ে চলে যায়। পরবর্তীতে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। ফলে আগুনের ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নেভানো শুরু করে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

সারাবাংলা/ইউজে/এনইউ

আগুন বাস রাজধানী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর