বিএনপির কপালে জনগণের ধিক্কার জুটবে: প্রধানমন্ত্রী
৩১ অক্টোবর ২০২৩ ১৫:৫৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৭:৪৬
ঢাকা: শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ২৮ তারিখে তারা পুলিশ হত্যা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে, মেরেছে। এই ঘটনায় বিএনপির প্রতি জনগণের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না।
মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ২৮ তারিখে সন্ত্রাসী কর্মকাণ্ড করল। তারা প্রকাশ্যে এ সব করেছে। পুলিশ সাংবাদিক ও আইন বিভাগ ছিল তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আত্মগোপনে গেল। এরপর আবার অবরোধ দিলো। কীসের অবরোধ, কার জন্য এই অবরোধ?’
শেখ হাসিনা আরও বলেন, ‘এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো বিএনপি প্রকাশ্যে করেছে। শুধু ঢাকা নয়, লালমনিরহাটে যুবলীগের একজনকে কুপিয়ে হত্যা করেছে। এভাবে হত্যা করা, মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করা এগুলো তো বিএনপির কাজ।’
সাংবাদিকদের ওপর হামলা কেন?- প্রশ্ন রেখে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘সাংবাদিকরা তো তাদের পক্ষেই কাজ করছিল। এরপরও তাদের ওপর হামলা কেন বুঝলাম না। বেসরকারি টেলিভিশনগুলো আমি করে দিয়েছি। তারপরও দেখি সাংবাদিকরা বিএনপির নিউজ আগে দেয়। আমার নিউজ আসে ৪/৫ নম্বরে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত যে কাজ করেছে আমরা এই ঘটনার নিন্দা করি। তারা হাসপাতালেও হামলা করেছে। ইসরাইল বাহিনী যেভাবে হাসপাতালে হামলা করেছে, বিএনপি একই কায়দায় হামলা করেছে। বিএনপি আর ইসরাইলের মধ্যে কোনো তফাত দেখছি না।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের নেতাকর্মীরা হাসপাতালে গেছেন। আহতদের খোঁজ-খবর নিচ্ছেন। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার আমরা করব। যারা ক্ষতিগ্রস্ত বিশেষ করে বাসমালিক তাদের আর্থিক সহায়তা করছি ‘
‘আমার ধারণা বিএনপি নির্বাচন চাই না। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হবে সেটিই এখন আমাদের করা উচিত’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান শেখ হাসিনা। সফরকালে সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। সফর শেষে ২৭ অক্টোবর ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
গত ২৫ অক্টোবর সকালে তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া এই সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শেখ হাসিনা একই দিন ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং বক্তৃতা করেন। বিকালে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইউরোপীয় কমিশনের কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক ও কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডার লেয়েনের দেওয়া নৈশভোজে যোগ দেন।
২৬ অক্টোবর সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দুটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন। শেখ হাসিনা পরে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন।
সারাবাংলা/একে