Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের সমর্থনে আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৬:০৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৬:৪২

ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছে বিএনপি-জামায়াত-বামপন্থী আইনজীবীরা। তবে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ-মিছিলটি হাইকোর্টের মাজার গেটে আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে কয়েকশ আইনজীবী নিয়ে একটি বিক্ষোভ-মিছিল মাজার গেটে পৌঁছে। তখন মিছিলটি মাজার গেট দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় আইনজীবী নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে বিক্ষোভ-মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আবার ফিরে আসে। পরে সেখানেই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত এডহক কমিটির আহ্বায়ক মহসীন রশিদ, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী নেতা আবেদ রাজা প্রমুখ।

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলো দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দেয়। আজ (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত চলবে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

অবরোধ ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর