Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক এলাকায় মিছিল থেকে হামলায় ২ ওসিসহ ৩ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৫:৪৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৭:২৭

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের বিপরীত পাশে অবরোধ সমর্থনে মিছিল থেকে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে চাঁন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন (৪১), পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম (৪৩), উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৮)।

পরিদর্শক অপারেশন আব্দুল হালিম বলেন, হঠাৎ করে ঢাকা মেডিকেলের নতুন গেট দিয়ে বিএনপি জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মী মিছিল বের করে রাস্তায়। এসময় তাদের সামনে যেতেই ইট পাটকেল নিক্ষেপ করে। এতে জাকির হোসেনের ঠোঁট ফেটে যায় এবং তাদেরও শরীরেও আঘাত লাগে।

তিনি আরও বলেন, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বিএনপি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর