Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্থিতিশীলতা হলে কারখানা বন্ধের পরামর্শ বিজিএমইএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৪:১৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৬:০৯

ঢাকা: চলমান শ্রমিক আন্দোলনে কোনো কারখানায় সহিংসতা, অস্থিতিশীল পরিবেশ দেখা দিলে সে কারখানা বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (৩১ অক্টোবর)উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফারুক হাসান বলেন, ‘আগামী ডিসেম্বর থেকে নতুন ওয়েজ বোর্ড কার্যকর হবে। শ্রমিকরা এই আন্দোলনে অংশ নেয়নি। বহিরাগতরা আন্দোলন করছে। সরকারি সিদ্ধান্তের আলোকে আগামী ডিসেম্বর থেকে নতুন মজরি কাঠামোর আলোকে বেতন দেওয়া হবে বলে। কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করলে, পরিবেশ আশান্ত করলে ১৩ এর ১ ধারায় মালিকদের সে কারখানা বন্ধ করে দেওয়ার অধিকার রয়েছে। আমরা মালিকদের বলবো এমন পরিস্থিতি হলে কারখানা বন্ধ করে দেবেন।’

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘শ্রমিক ভাই-বোনরা কিন্তু আন্দোলন করছে না। বহিরাগতরা কিন্তু আন্দোলন করছে। রাস্তায় যারা তারা কিন্তু ফ্যাক্টরির ওয়ার্কার না। রাজনৈতিক ফয়দা নেওয়ার তরিকাও হতে পারে। সবার উচিত এই সেক্টরকে প্রটেক্ট করা। এর উপরই নির্ভর করছে দেশের অর্থনীতি ও দেশের ভবিষ্যত। শ্রমিকরা যাতে এই আন্দোলনে সম্পৃক্ত না হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/ইএইচটি/এমও

আন্দোলন কারখানা বন্ধ বিজিএমইএ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর