Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবাজদের জামিন সমাজ ভালোভাবে নেয় না: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৪:০০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৪:৫৭

ঢাকা: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না। মানুষ ভালোভাবে নেয় না।

নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন শুনানিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এমন মন্তব্য করেন।

শুনানি শেষে মহিবুলকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের শুনানি তিন মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

সেইসঙ্গে এই মামলার আলামত সিসিটিভি ফুটেজ সংক্রান্ত রুল ১ মাসের মধ্যে হাইকোর্ট বিভাগকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। ফলে মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই থাকছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে মহিবুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

আজ আদালতে শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা মহিবুল ইসলামের জামিন প্রার্থনা করেন।

এ সময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা-আপনারা জিরো টলারেন্সের কথা বলি। আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে হাইকোর্টে আসেন। তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না। মানুষও ভালোভাবে নেয় না।’

গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে দুদকের একটি আভিযানিক দল। এ ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে ১৬১ ধারাসহ দুর্নীতি বিরোধী আইনে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন।

বিজ্ঞাপন

এই মামলায় মহিবুলের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারিক আদালত।

এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মহিবুল। গত জুলাই মাসে তাকে জামিন দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।

এরপর আপিল বিভাগ গত ১৪ আগস্ট মহিবুলকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল শুনানি দুই মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেন।

আজ ধার্য দিনে (৩১ অক্টোবর) এ বিষয়ের শুনানি আরও তিন মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন আপিল বিভাগ। এর ফলে মহিবুলের জামিন স্থগিতই থাকছে।

এরইমধ্যে রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর