Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৩:২৮

ঢাকা: বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা জজ কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সামনে হতে অবরোধের সমর্থনে এক মিছিল বের করেন।

ঢাকা আইনজীবী সমিতির হতে মিছিল শুরু হয়ে সিএমএম আদালত হয়ে আবার ঢাকা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

বিএনপিপন্থী আইনজীবী নেতা মহসিন মিয়া, খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক ফারুকী, হযরত আলী, নুরুজ্জামান তপনসহ মিছিলে নেতৃত্ব দেন।

নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জুলুম নির্যাতন করে বিএনপির নেতাদের গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এ সরকারের আয়ু আর বেশি দিন নাই। আমাদের এক দফার আন্দোলনের সফল হবেই। আগামী দুই দিনও মিছিল করার ঘোষণা দেন তারা।’

এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিরও দাবি জানান বিএনপিপন্থী আইনজীবীরা।

সারাবাংলা/এআই/এমও

অবরোধ আইনজীবী বিএনপি বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর