Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১৩:২৭

ঢাকা: নারায়ণগঞ্জ আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় বিএনপির অবরোধ চলাকালে লাঠির আঘাতে পুলিশ সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় তারা আহত হন।

মঙ্গলবার (৩১অক্টোবর) সকাল সারে ১০টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন— আড়াইহাজার থানার কনস্টেবল নুরুল হক (৫০)। আড়াইাজার থানার সালতাগ্রাম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি আল আমিন মোল্লা (৪০)।

বিজ্ঞাপন

ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা আরেক পুলিশ সদস্য আমিনুর রহমান জানান, আহত নুরুল হক আড়াইহাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। সকালে আড়াইহাজার পাঁচরুখি এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ডাকা আবোধের ডিউটি করছিলেন নুরুল হকসহ পুলিশ সদস্যরা। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন নুরুল হকসহ আরও একজনের মাথায় লাঠির আঘাত লাগে। এতে মাথা ফেটে যায়। আহত দু’জনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত আলআমিন বলেন, ‘আজ সকালে পাঁচরুখি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং রাস্তা বন্ধ করে টায়ারে আগুন দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আমরাও পুলিশের সঙ্গে এক হয়ে তাদের ধাওয়া দেই। সেখান থেকে নাজমুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং আমার পায়ে আঘাত লাগে।’

ঢামেক হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, আড়াইহাজার থেকে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে পুলিশ সদস্যে মাথায় ও ডান হাতে আঘাত পেয়েছেন। আর নাজমুলের মাথায় ও আলআমিনের পায়ে আঘাত পেয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনএস

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর