‘গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সংঘাতের জায়গা নেই’
৩১ অক্টোবর ২০২৩ ১২:৫৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৪:০৫
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘যেকোনো পক্ষের রাজনৈতিক সংঘাত গণতান্ত্রিক নির্বাচনে জায়গা নেই। আমি আশা করি, সব পক্ষ শর্তহীন একটি সংলাপের দিকে এগিয়ে যাবে। যাতে উদ্বেগ কমে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
পিটার হাস বলেন, ‘নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়।’
সাধারণত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোটগ্রহণের অনেক আগে থেকে শুরু হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ভোটার, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয় বলেও উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত।
পিটার হাস বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা তা নিয়ে প্রশ্নের উদয় হয় যদি সংঘাত তৈরি হয়। জনগণকে তাদের জমায়েত করার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও ইন্টারনেট প্রবেশাধিকার রুখে দেয়।’
সারাবাংলা/জিএস/এমও