Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১২:১০

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৭ হাজার রোগীর মধ্যে ১১৫ জন রোগীর মৃত্যু হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

মৃতরা হলেন, বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকার সেকান্দার আলী (৫০)। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ‘ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। গ্রামের রোগীদের ডেঙ্গু শনাক্ত হওয়া ও চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় মৃত্যু বাড়ছে।’

সারাবাংলা/এমও

ডেঙ্গু শেবাচিম হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর