অবরোধের প্রথম দিনে ফাঁকা উত্তরের মহাসড়ক
৩১ অক্টোবর ২০২৩ ১২:১৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৪:০৬
সিরাজগঞ্জ: বিএনপি জামায়াতের তিনদিনের ডাকা অবরোধের প্রথম দিনে ফাঁকা রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়ক। মাঝেমধ্যে দু-একটি পণ্যবাহী ট্রাক ছাড়া দেখা যায়নি যাত্রীবাহী কোনো বাস।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক ফাঁকা রয়েছে, তবে মাঝেমধ্যে দু-একটি পণ্যবাহী ট্রাক এবং হঠাৎ দুই একটি যাত্রীবাহী বাস চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম বলেন, ‘অবরোধে আমাদের অফিস তো খোলা রয়েছে, বাসের অপেক্ষায় প্রায় একঘণ্টা হলো দাঁড়িয়ে আছি। মাঝেমধ্যে দু-একটি যাত্রীবাহী বাস দেখেছি, কিন্তু সেগুলো এখানে দাঁড়াচ্ছে না। জানি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, আজ সকাল ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কে যানবহনে খুব চাপ ছিল, ৬টার পর থেকে যানবহনের চাপ কমতে থাকে। এখন মাঝেমধ্যে দু-একটি পণ্যবাহী ট্রাক এবং হঠাৎ দুই একটি যাত্রীবাহী বাস চলাচল করছে। সিরাজগঞ্জের মহাসড়ক স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাইনি।
এর আগে, গত ২৮ অক্টোবর বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়। এরপর বিএনপি-জামায়াত গত রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। হরতাল শেষে উভয় দলের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে ২ নভেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
সারাবাংলা/এনএস/এনএস