Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ-ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩০

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১১:৪৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৩৬

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচি চলছে। রাজধানীর বিভিন্ন জায়গায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। কোথাও কোথাও ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের আটকও করেছে পুলিশ।

এদিন সকাল ৯টার দিকে রাজধানীর ডেমরা মাতুয়াইল বাদশা মিয়া সড়কে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়ের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ডেমরা থানার পুলিশ পরিদর্শক তদন্তসহ তিন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সে করে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পরে সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করা হয়।

অবরোধের সমর্থনে রাজধানীর উত্তরা, মহাখালী, মিরপুরেও মিছিল করা হয়েছে। এমনকি মহাখালী ও উত্তরায় জামায়াতের নেতাকর্মীরা রেলপথ অবরোধ করে। তবে এসব এলাকায় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

এদিকে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এসময় দু’টি বাস ভাঙচুর করেছে নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন।

অবরোধে নাশকতা প্রতিরোধে রাজধানীতে পুলিশ সকাল থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কাউকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। পুলিশের সাথে র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও টহল দিচ্ছে।

ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘অবরোধে নাশকতা ঠেকাতে ডিএমপির পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীতে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি মাতুয়াইল ছাড়া। মাতুয়াইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে তিন পুলিশ সদস্য আহত আছে। সেখান থেকে অন্তত ৩০ জনের মতো আটক আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

ককটেল বিস্ফোরণ টপ নিউজ মাতুয়াইল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর