Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ সফল করতে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ১০:৫২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১১:৪৪

ঢাকা: রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করছেন বিএনপির নেতা-কর্মীরা।

পিকেটিংয়ের পূর্বনির্ধারিত স্পট না থাকায় ওইসব মিছিলের ছবি এবং ভিডিও নিজ দায়িত্বে সংবাদ কর্মীদের কাছে পাঠিয়ে দিচ্ছেন তারা।

টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম প্রহরে মঙ্গলবার সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ অন্যান্যরা।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে আসছে।’

তিনি বলেন, ‘কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট ২০১৮ এর কবলে পড়ে অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট, কার্টুনিস্ট, লেখক, কলামিস্ট ও সুশীল সমাজের অন্যান্য সদস্যরা অত্যাচারের শিকার হয়েছেন, পুলিশি হেফাজতে ও কারাগারে নির্যাতনে মৃত্যুবরণ করেছেন। গুমঘর আর আয়নাঘরের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে অসংখ্য বেদনার ইতিহাস, গুমরে মরেছে নানা প্রাণ। বিচার বহির্ভূত হত্যা আর গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্য আর ছোট্ট অবুঝ সন্তানদের চোখের পানি শুকিয়ে গেছে।’

বিজ্ঞাপন

 

রিজভী বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার রয়েছে এবং আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে এসব মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত তার স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করেছে।’

তিনি বলেন, ‘নজিরবিহীন অত্যাচার, নির্যাতন, ও খুনের শিকার হয়েও বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের দলগুলো সহিংসতার পথ বেছে নেয়নি। নেতা-কর্মীরাও শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে স্বত:স্ফূর্তভাবে যোগ দিয়েছেন। বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে একত্রে জোর আন্দোলন গড়ে তুলেছে।

রিজভী বলেন, ‘গণতন্ত্রের পক্ষের সব আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো একটি সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ দিচ্ছে। দেশের ভেতরের সাধারণ মানুষ ও বাইরের আন্তর্জাতিক শক্তির জোর সমর্থন পাবার ফলে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যখন সফল হতে যাচ্ছে, তখন ফ্যাসিবাদী আওয়ামী লীগ ভীতসন্ত্রস্ত হয়ে উঠেছে। এই অন্তিম অবস্থায় আওয়ামী লীগ যৌক্তিক জ্ঞান হারিয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে।’

অবরোধের সমর্থনে সকালে টিটিপাড়া মোড় থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম ভূঁইয়া, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম আহ্বায়ক রুবেল, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ওয়ারী থানার আহ্বায়ক হৃদয়, সূত্রাপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমু, মহানগর ছাত্রনেতা মিরাজ, আমান, ডা. মুশফিকসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, ‘আপামর জনসাধারণের অংশগ্রহণে সফল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আমাদের বিজয় সুনিশ্চিত।’

সকালে বিজয় নগর পানির ট্যাংকি থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সাফি ইসলাম, শিপন বিশ্বাস, পাঠাগার সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম-সম্পাদক সাকিব, শামিম শুভ, ঢাকা মহানগর পুর্ব ছাত্র দলের যুগ্ম আহব্বায়ক নাইম, বায়জিদ, দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহব্বায়ক রিযাজ, শাহবাগ থানা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম প্রমুখ।

বিএনপি বলছে, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী এ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে তারা।

সারাবাংলা/এজেড/ইআ

অবরোধ টপ নিউজ বিএনপি বিএনপির মিছিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর