আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার
স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৩ ০৭:৫৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১০:০৩
৩১ অক্টোবর ২০২৩ ০৭:৫৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১০:০৩
ঢাকা: রাজধানীতে বিএনপির সমাবেশের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আহতদের সার্বক্ষণিক তদারকি করছেন তিনি।
সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে আসেন কমিশনার হাবিবুর রহমান। পুরাতন ভবনের আইসিইউতে থাকা পুলিশ সদস্য (নায়েক) আব্দুর রাজ্জাকের চিকিৎসার খোঁজখবর নেন।
পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা আরও দুই পুলিশ ও আনসার সদস্যর খোঁজখবর নেন তিনি।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রতিটি ওয়ার্ডে গিয়ে আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। শুরু থেকেই তিনি আহতদের চিকিৎসার সবকিছুই সহযোগিতা করে যাচ্ছেন। এসময় তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোরও আশ্বাস দেন তিনি।
সারাবাংলা/এমও