Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশকে পিটিয়ে হত্যা: ২ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ১৮:২৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৯:১৯

ঢাকা: বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার দুই আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন-গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক শামীম রেজা ও মো. সুলতান।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব ইন্সপেক্টর সালাহ উদ্দিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এসয়ম আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। গত ২৯ অক্টোবর শামীমকে গাইবান্ধা ও সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারাসহ আরও অনেকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে।

কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

সারাবাংলা/এআই/এনইউ

আসামি বিএনপি মহাসমাবেশ রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর