Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের অবরোধ ডেকেছে জামায়াতও

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ১৮:০৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৮:৪৯

ঢাকা: বিএনপির সঙ্গে মিল রেখে হরতালের পর এবার অবরোধের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। তারাও মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে।

সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃতদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিরোধীদলের মহাসমাবেশে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর এই অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, ‘গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা দেয়। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের টিয়ারগ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ ৪ জন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারাদেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

অবরোধ জামায়াতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর