Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে সোম ও বুধবার ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ১৪:২৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৬:২৮

ঢাকা: সারাদেশে আগামী সোমবার ও বুধবার ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি)।

রোববার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোমবার (৩০ অক্টোবর) ও বুধবার (১ নভেম্বর) রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সারাবাংলা/ইএইচটি/এমও

ইন্টারনেট সংযোগে বিঘ্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর