সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজারে আগুন, পুড়ে গেছে ২০০ দোকান
৩০ অক্টোবর ২০২৩ ১২:৩৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৩:৪৪
নরসিংদী: দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২০০ দোকান। আগুনে অন্তত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
রোববার দিবাগত রাত ১১টার দিকে নরসিংদীর শেখেরচর-বাবুরহাট বাজারে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বণিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। পাশাপাশি বাজারের যাতায়াত পথ সরু হওয়ায় আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে। এসময় বাবুরহাট নিয়ে সমিতির করা মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘সরু পথ এবং ভাঙা ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বাজারে প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টায় নিয়ন্ত্রণ এবং ছয় ঘণ্টায় নির্বাপণে সক্ষম হয়। এখনও কিছু কিছু স্থানে ফায়ার সার্ভিসের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখতে নরসিংদী জেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।
সারাবাংলা/এমও