Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের পর গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ২৩:২০

রাজশাহী: অপহরণের পর এরশাদ আলী দুলাল (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার তিন ঘণ্টা আগে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অপহরণের ঘটনা ঘটে। আর রাত ৯টার দিকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত গ্রাম্য চিকিৎসক দুলাল নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকার শমির উদ্দিনের ছেলে। সেখানে তিনি হোমিও চিকিৎসা দিতেন। রোববার রাত ৯টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দুলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দুলালকে এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এর তিন ঘণ্টা পর সিটিহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সিটিহাট এলাকায় রাস্তার মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরাা ঘটনাস্থলে যাই। আলামত সংগ্রহের জন্য সিআইডিকে বলা হয়েছে। দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।

ওসি জানান, হত্যাকাণ্ড নিয়ে মামলা হবে। এছাড়া ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা গ্রাম্য চিকিৎসক রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর