উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
২৯ অক্টোবর ২০২৩ ২২:৩৭
ঢাকা: রাজধানীর উত্তরায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক সিফাত (২৪)।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টর এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী মো. মাসুম জানান, তারা বিমানবন্দর থেকে মোটরসাইকেল যোগে সাভার যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সিফাত। তিনি নিজে পেছনে বসা ছিলেন। তারা উত্তরা ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেল স্টেশনের কাছে এলে ওই যুবক রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। এ সময় সিফাতও রাস্তায় ছিটকে পড়ে।
তিনি জানান, পরে তাদের দু’জনকে উত্তরা লুবানা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অজ্ঞাত ওই যুবকের অবস্থার অবনতি হলে সিফাতকে ওই হাসপাতালে রেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেকের চিকিৎসকরা এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কফি রংয়ের হাফ গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট।
সারাবাংলা/এসএসআর/পিটিএম