মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন
স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ২০:৪৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ২০:৫১
২৯ অক্টোবর ২০২৩ ২০:৪৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ২০:৫১
ঢাকা: নাশকতার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে আটক রাখার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলতে আদালতে হাজির করা হয়। এখন তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
আরও পড়ুন:
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেছেন। কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এদিন সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সারাবাংলা/এআই/পিটিএম