Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৮:৫৭

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নাশকতার অভিযোগে ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে একদিনেই বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রোববার (২৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সদর, বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদধারী বেশ কয়েকজন নেতাও রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত থেকে ভোর পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বেলকুচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন বিএনপি ও নয় জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। আর রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দুলালও রয়েছেন।’

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী ও জামায়াতের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ বিশ্বাস বলেন, ‘বিএনপি-জামায়াতের মোট ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, ‘শাহজাদপুরে বিএনপির পাঁচ জন ও জামায়াতের চার জনকে গ্রেফতার করা হয়েছে।’ এছাড়া সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।’

কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, ‘২৪ ঘণ্টায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও সদস্য হামিদ মোল্লা।’

গ্রেফতারের বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম বলেন, ‘জেলা জুড়ে অভিযান চালিয়ে নাশকতার মামলায় ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।’

সারাবাংলা/পিটিএম

বিএনপি-জামায়াত সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর