Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনিভার্সেল হাসপাতালে বিকাশ পেমেন্টে বিশেষ ছাড়

সারাবাংলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩ ১৭:৪০

ঢাকা: ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। বিকাশ গ্রাহকেরা ওপিডি সেবায় ১০ পারসেন্ট ডিসকাউন্ট, ওপিডি ও আইপিডির বিভিন্ন প্যাকেজে বিশেষ ছাড় এবং উভয় ক্ষেত্রে টোল ফ্রি টেলিমেডিসিন সেবা নিতে পারবেন আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অফার চলাকালীন যত খুশি ততবার এই ছাড় পাওয়া যাবে।

আইপিডি সার্ভিসের বিভিন্ন প্যাকেজের মধ্যে থাকছে গাইনোকলোজিস্ট কনসাল্টেশন ও প্রেগনেন্সি ডেলিভারি, সিএবিজি (বাইপাস সার্জারি-ওয়ার্ড), করোনারি এনজিওগ্রাম (সিএজি) এবং ওপিডি সার্ভিসের মধ্যে থাকছে মাস্টার হেলথ চেকআপ (নারী/পুরুষ), কার্ডিয়াক হেলথ চেকআপ ও ডেঙ্গু চেকআপ।

বিজ্ঞাপন

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেক আউট পেমেন্ট) অথবা *২৪৭# ডায়াল করে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহকেরা এই অফারগুলো গ্রহণ করতে পারবেন। অফারটি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.bkash.com/campaign/universal-medical এই লিংকে।

সারাবাংলা/ইআ

বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর