Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের অস্ত্র ছিনতাই মামলায় মির্জা আব্বাসসহ আসামি ৮৪৯

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৭:০২

ঢাকা: বিএনপির মহাসমাবেশের দিন পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় ওই থানার এসআই মোস্তাফিজুর রহমান মামলা করেন।

মামলায় এজহারনামীয় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৪৯ জনকে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৮০০ জনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক দেশীয় অস্ত্র সদ্যে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।’

সারাবাংলা/ইউজে/একে

অস্ত্র ছিনতাই টপ নিউজ বিএনপি মামলা মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর