Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনায়েতপুরে আ. লীগ কার্যালয়ে আগুন, পুড়ে গেছে আসবাবপত্র

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৪:৪৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পুড়ে গেছে কয়েকটি আসবাবপত্র ও কাগজপত্র। শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, বিএনপির হরতাল সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কার্যালয়ের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে এনায়েতপুর থানা বিএনপির সদস্য (সচিব) মঞ্জুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/আইই

বিএনপি হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর