Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের ২ মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৪:৪৪

মুন্সীগঞ্জ: অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কিছুটা প্রভাব পড়েছে মুন্সিগঞ্জের দু’টি মহাসড়কে।

রোববার (২৯ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করতে দেখা গেছে। তবে অভ্যন্তরীণ ছোট যানবাহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে।

বিজ্ঞাপন

মূলত দক্ষিণবঙ্গ ও চট্রগ্রাম অঞ্চলের জেলাগুলো থেকে দূরপাল্লার গণপরিবহন কম ছেড়ে আসায় মহাসড়কে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই খুলেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তবে হরতাল হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

সারাবাংলা/এমও

জামায়াত বিএনপি যানবাহন চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর