Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা হচ্ছে, আরও হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১৪:২৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৮

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধান বিচারপতির বাড়িতে যারা ঢুকেছে তাদের চিহ্নিত করে মামলা হবে। মামলা শুরু হয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায়ও আরও মামলা হবে।’

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে বসে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আমার জানা মতে শ’খানেক পুলিশ আহত হয়েছে। আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ওপরও হামলা হয়েছে।” ২৮ অক্টোবরের সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারবেন কি বলে প্রশ্ন রাখেন আসাদুজ্জামান খান কামাল।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে মামলাগুলো নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনপি নেতাদের গ্রেফতার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ সহিংসতা যখন হচ্ছিল তখন সিনিয়র নেতারা মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বার বার জিজ্ঞেস করছিলেন তাদের মহাসমাবেশের সীমানা কতো দূর হবে, তারা জানিয়েছিল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?’

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মামলা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর