বিএনপি নেতাদের বাসায় বাসায় তল্লাশির অভিযোগ
২৯ অক্টোবর ২০২৩ ১৩:২৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:০৩
ঢাকা: সকাল-সন্ধ্যা হরতালের প্রথম প্রহর থেকেই দলের সিনিয়র নেতাদের বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির মিডিয়া সেল থেকে বলা হয়েছে রোববার (২৯ অক্টোবর) সকালে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করার পর অন্যান্য শীর্ষ নেতাদের বাসাও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মিডিয়া সেলের অভিযোগ সকাল ৯টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তিনি বাসায় না থাকায় তাকে আটক করতে সক্ষম হননি তারা।
প্রায় একই সময় মির্জা আব্বাসের শাহজানপুরের বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশের আরেকটি দল। এ সময় বেশ কিছুক্ষণ তারা বাসা ঘেরাও করে রাখে পুলিশ। কিন্তু মির্জা আব্বাস বাসায় না থাকায় তাকেও আটক করতে পারেনি পুলিশ।
সকাল ১০টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ করে বিএনপির মিডিয়া সেল। এ সময় গণমাধ্যমকে জানানো হয়, মোহম্মদপুরের লালমাটিয়ার বাসায় আলালকে না পেয়ে বনানীর বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানেও তাকে পাওয়া যায়নি।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আলালকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ সদস্যরা।
এদিকে রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর বাসায় অভিযান চালানো হয় বলে অভিযোগ করেছে দলটির মিডিয়া সেল। বিএনপির পক্ষ থেকে বলা হয়, বাসায় আব্দুল আউয়াল মিন্টুকে না পেয়ে তার ছোট ছেলেকে আটক করেছে পুলিশ।
এদিকে রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
শামসুদ্দীন দিদারের অভিযোগ, ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন: মির্জা ফখরুল আটক
সারাবাংলা/এজেড/ইআ