Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মহানগর বিএনপির আহ্বায়কসহ আটক ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১২:০৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৩:৫২

রংপুর: বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতির অভিযোগে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এই দুই নেতাসহ চারজনকে আটক করা হয়। এর আগে, গতকাল শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ জনকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, রোববার সকালে বিএনপির ৩০-৩৫ নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে মারমুখী হয়ে ওঠেন তারা। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে আটক করা হয়। এছাড়া গতকাল শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

বিএনপি রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর