Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১১:৪৩

মানিকগঞ্জ: বিএনপির হরতাল চলাকালে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্বপ্ন পরিবহন নামের একটি বাসে যাত্রী সেজে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সবকিছুই আগুনে পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বিএনপির হরতাল চলাকালে আজ সকালে স্বপ্ন পরিবহন নামক একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী বেশে ওঠে। এরপর সকাল পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় আসার পরপরই সব যাত্রী নামিয়ে দিয়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দ্রুত পুরো বাসটির ভেতরে বাইরে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে গাড়ির ভেতরের সমস্ত কিছু পুড়ে যায় বলে জানান ওসি সুখেন্দু বসু।

এদিকে বিএনপি ডাকা হরতালে রোববার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল করছে খুবই সীমিত। লোকাল কিছু গাড়ি রাস্তায় দেখা গেলেও দূরপাল্লার কোনো যানবাহন সড়কে দেখা যায়নি। এছাড়া জেলা শহরের দোকানপাট বেশিরভাগই বন্ধ রয়েছে।

সারাবাংলা/এনএস

বাসে আগুন মানিকগঞ্জ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর