নয়াপল্টন থেকে দু’জন আটক
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ১০:০৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১২:৩৯
২৯ অক্টোবর ২০২৩ ১০:০৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১২:৩৯
ঢাকা: হরতাল চলাকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকালে আরমান ও সজীব নামে ওই দু’জনকে আটক করা হয়।
আটক দু’জন নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছেন। তারা জানিয়েছেন, বাজার করতে বের হয়েছিলেন তারা।
তবে পল্টন থানা পুলিশের সদস্যরা জানিয়েছেন, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে, তাদের আটক করা হচ্ছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সারাবাংলা/এজেড/এমও