সংঘর্ষে ‘অসুস্থ’ যুবদল নেতা মারা গেছেন
২৮ অক্টোবর ২০২৩ ২৩:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০৯:৪৯
ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় অসুস্থ শামীম মিয়া নামে যুবদলের এক নেতা মারা গেছেন। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা। শামীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের এক নম্বর ইউনিটের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহআলম ওই যুবদল নেতার মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন। তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে মৃতদেটি উদ্ধার করা হয়। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
জানা যায়, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের মধ্যে গুরুতর অসুস্থ হন শামীম মিয়া। বিকেলে অসুস্থ অবস্থায় তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসএসআর/পিটিএম