Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতালে নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ২৩:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০৮:৫৪

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা: রোববার (২৯ অক্টোবর) হরতালের নামে নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান তিনি। পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও আজকের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ‘আগামীকাল হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে ডিএমপি ব্যবস্থা নেবে। হরতালের নামে মানুষের জানমালের ক্ষতি করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।’

এর আগে, হরতালের দিন জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় পুলিশ। পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণকে সবধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, হরতালের আগের রাতে পল্লবীর কালসী, সাভার ও গাজীপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ডিএমপি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর