Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাহত পুলিশ-সাংবাদিকদের পাশে আ.লীগের প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ২২:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০৮:২২

ঢাকা: বিএনপি-পুলিশের সংঘর্ষে হতাহত পুলিশ ও সাংবাদিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৮ অক্টোবর) রাত ৮ টার দিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির নেতারা। পরে রাত ৯টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন তারা।

প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনায় নিহত কনস্টেবল আমিনুল পারভেজের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি হত্যায় জড়িত দায়ী ব্যক্তিদের যথাযথ বিচারের আশ্বাস দেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে তাণ্ডব চালিয়েছে। পুলিশ সদস্যদের দুটি অ্যাম্বুলেন্সে পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে। দায়িত্বরত বেশ কয়েকজন সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি আমাদের চার নারী নেত্রী। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ জন আহত হয়েছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। সন্ত্রাসী কায়দা ৪১ পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা হাসপাতালে ছটফট করছে। এই হামলায় যারাই জড়িত থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে।’

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেসবাউল হক সাচ্চু, আফজালুর রহমান বাবু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ পুলিশ-সাংবাদিক প্রতিনিধি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর