Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিনগর মোড় যুদ্ধক্ষেত্র, ৫ মোটরসাইকেল ও ২ পুলিশবক্সে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ২২:৩০

ঢাকা: দুপুর দুটো থেকে শান্তিনগর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে যা চলমান থাকে বিকেল পর্যন্ত। দফায় দফায় বিএনপিকর্মী ও পুলিশের মধ্যে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে শান্তিনগর পুলিশ বক্সের সার্জেন্ট আকরাম গুরুতর আহত হয়েছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল চারটার দিকে দেখা যায় শান্তিনগর মোড় ও কাকরাইল মোড়ের পুলিশ বক্স আগুনে পুড়ে ভস্মীভূত। পুলিশ বক্সের পেছনে থাকা তিনটি ও সামনে রাস্তায় থাকা দুটি মোটরসাইকেলও পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে তিনটি বাইক পুলিশের বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দুপুর দুটোর সময় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজারবাগ, শান্তিনগর কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল, বেইলি রোড এলাকায়। নয়া পল্টন থেকে ধাওয়া খেয়ে দুপুর দুটোর কিছু পরে রাজারবাগ থেকে পপুলার পর্যন্ত রাস্তায় অবস্থান নেয় বিএনপিকর্মীরা। রাস্তায় বেশ কিছু জায়গায় আগুন দিতে দেখা যায়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। কিছুক্ষণ পর রাজারবাগের দিক থেকে আর্মার ট্রাকসহ আরও কয়েকটি পুলিশের গাড়ি এসে শান্তিনগর মোড়ে অবস্থান নেয়। এসময় তারা বিএনপিকর্মীদের দিকে রাবার বুলেট, সাউন্ড বোমা, ও টিয়ারশেল ছুঁড়ে তাদের বারবার ছত্রভঙ্গ করে দেয়। টানা প্রায় দুই ঘন্টা এই পরিস্থিতি চলার পর চারটার দিকে পুলিশ রাজারবাগের দিকে এগিয়ে পপুলার হাসপাতালের কাছাকাছি এসে অবস্থান নেয়। এসময় কমান্ডার এএসপি আবু তালেব বলেন, কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। তবে হতাহতের কোন নির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি।

বিজ্ঞাপন

শান্তিনগর মোড়ে দেখা যায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। রাস্তার এদিকে সেদিকে আগুন জ্বলছে। পাঁচটি মোটরসাইকেল তখনও জ্বলছে। শান্তিনগর মোড়ে পুড়ে যাওয়া পুলিশবক্সের সামনে দায়িত্বরত পুলিশের সদস্যরা বলেন দুপুর দুটোর দিকে কয়েক হাজার মানুষ তাদের উপর হামলা চালিয়ে আগুন দিয়েছে। আশপাশের সিসিক্যামেরাও ভেঙে ফেলেছে।জানা যায় এসময় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আকরামের ওপর হামলা করা হয়। লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়েছে।

পাঁচটি মোটরসাইকেলের মধ্যে তিনটি পুলিশ সদস্যদের। এর মধ্যে একটি পালসার রাজারবাগের এক পুলিশ কনস্টেবলের। এ প্রতিবেদককে তিনি বলেন, এক বছর আগে লোন করে মোটরসাইকেলকে কিনেছিলেন। মাত্রই ঋণ শোধ হয়েছে আর আজ পুড়ে গেছে।

আগুনে পুড়ল ফায়ার সার্ভিসের গাড়ি

বিকেল ৫টায় শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অগ্নি নির্বাপণ কর্মীদের মারধর করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন। তারা হলেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম এবং একই স্টেশনের ড্রাইভার শরিফুল ইসলাম। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা স্টেশনে ফেরত গিয়েছেন।

২৮ অক্টোবর রাত পর্যন্ত পর্যন্ত মোট ২২টি আগুনের ঘটনার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১২টি দুর্ঘটনায় আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/আরএফ/ইউজে/একে

আগুন পুলিশ রণক্ষেত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর