Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ২২:১৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০০:৫৮

ঢাকা: রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফাত মোর্শেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু তানভীর সিদ্দিকী (২৮)।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সিফাতকে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিফাতের আরেক বন্ধু আরমান হোসেন হৃদয় জানান, তারা দুই মোটরসাইকেলে চার বন্ধু ধোলাইপাড় দিয়ে ফ্লাইওভারে উঠে টিএসসিতে আসছিলেন। এক মোটরসাইকেল সিফাত চালাচ্ছিলেন। পেছনে তানভীর বসা ছিল। কিছুদূর গিয়ে সিফাত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এর পর সে ছিটকে। পরে তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে এলে সিফাত মারা যায়।

হাসপাতালে সিফাতের মামা আশিকুর রহমান জানান, সিফাতের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। বর্তমানে গ্যান্ডারিয়া দীন নাথ সেন রোডে তিনি ভাড়া থাকেন। বাবার নাম জাহিদ মোর্শেদ। সে বেকার ছিল। তবে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল। সন্ধ্যার দিকে তিনি নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে জানা যায়, সিফাত দুর্ঘটনায় আহত হয়েছে। পরে হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত জরে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত তানভীরের হাতে ও কোমড়ে আঘাত লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ যুবক নিহত হানিফ ফ্লাইওভার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর