Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করব: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ২১:১৭

ঢাকা: শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি নৈরাজ্য করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি যে নৈরাজ্য করেছে। তা থেকে সাংবাদিকেরাও রেহাই পায়নি। এটির উপযুক্ত বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব।’

শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির সমাবেশস্থলে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির হামলায় ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। দেড়শ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২০১৩/১৪ সালের মতো নৈরাজ্য সৃষ্টি করছে তারা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ঢাকা মেডিকেলে আহতদের দেখতে এসেছি।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথিত হয়ে হাসপাতালে এসেছি। নিহত ও আহত পুলিশ সদস্যদের দেখেছি। ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। ২০১৪ সালে বিএনপি জামায়াত সারাদেশে যেভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। আবার তারা আটঘাট বেঁধে নেমে হত্যাকাণ্ড আর অগ্নিসন্ত্রাস করার জন্য। তারা বলেছিল শান্তি সমাবেশ করবে। কিন্তু তারা হামলা চালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরও হামলা করেছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে জনজীবন স্বাভাবিক রাখতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আরও অনেকে।

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল বিএনপি-জামায়াত হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর