Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি পালিয়ে গেছে: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ২০:২৫

ফাইল ছবি

ঢাকা: বিএনপি পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে। কারণ তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করতে চেয়েছিল। পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ফলে পুলিশ বসে থাকেনি। এখন নয়াপল্টনে শুধু কাক আর চিল উড়ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এদিকে, বিএনপির হরতাল প্রতিরোধ করতে রোববার সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। উন্নয়ন ও শান্তি সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, সমাবেশে পুলিশের সঙ্গে বিরোধে জড়ায় বিএনপি। রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, বিজয়নগর পানির ট্যাংক, নয়াপল্টন, সেগুনবাগিচা, শান্তিনগর, আরামবাগ ও দৈনিক বাংলাসহ বিভিন্ন এলাকা।

সারাবাংলা/ইএইচটি/এমও

তথ্যমন্ত্রী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর