Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হরতালে গাড়ি চলবে, আমরাও মাঠে থাকব’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৯:২৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ২২:৪১

ঢাকা: হরতালে সারাদেশে স্বাভাবিক গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, হরতালে গাড়ি চলবে, আমরাও মাঠে থাকব।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির হরতাল আহ্বানের পর বিকেলে এনায়েত উল্যাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অগণতান্ত্রিক হরতাল আমরা মানি না। দূরপাল্লার সব গাড়িসহ গণপরিবহন চলাচল করবে। কিছু ঘটলে মালিক-শ্রমিক মিলে প্রতিহত করা হবে।’

খন্দকার এনায়েত বলেন, ‘২০১৩-১৪ সালেও কয়েকশ’ গাড়ি পুড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। ওই সময় ৯২জন শ্রমিককে হত্যা করা হয়েছিল। আমরা এর পুনরাবৃত্তি চাই না।’

তিনি আরও বলেন, ‘আজও অনেক গাড়ি পোড়ানো হয়েছে। এর প্রতিবাদ করছি। আমরা বলে দিতে চাই, আপনারা গাড়িতে হাত দেবেন না, আগুন দেবেন না। এভাবে গণতান্ত্রিক আন্দোলন হয় না। শান্তিপূর্ণ আন্দোলন মানে গাড়িতে আগুন নয়।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

খন্দকার এনায়েত উল্যাহ গাড়ি টপ নিউজ হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর