চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
২৮ অক্টোবর ২০২৩ ১৮:০৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৮:২৫
চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাহরাজপুর আকন্দবাড়ীয়া মোড়ে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ট্রাকটরটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইকেল আরোহী ওই ব্যক্তি আকন্দবাড়ীয়া মোড়ে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে শিবগঞ্জগামী বালু বোঝাই একটি ট্রাক্টরের তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহী নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক্টরটি জব্দ ও চালককে আটক করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাক্টরটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম