রাজারবাগ পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন, ভাঙচুর
২৮ অক্টোবর ২০২৩ ১৭:১২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৯:৪২
ঢাকা: রাজারবাগ পুলিশ হাসপাতালের ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে বিএনপির কর্মীরা। পাশাপাশি তারা হাসপাতালে ভাঙচুরও চালিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপি আহুত মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশ হাসপাতালে এ হামলা চালায়। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন নিয়তি রায় এ তথ্য নিশ্চিত করেন।
নিয়তি রায় বলেন, ‘সমাবেশে আসা নেতাকর্মীরা শুরুতে ফকিরাপুল মোড়ে পুলিশের ওপর হামলা করে। এরপর সেখান থেকে তারা রাজারবাগ পুলিশ হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পরবর্তী সময়ে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে।’
এডিসি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ইট-পাটকেলের আঘাতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, ‘শুধু ফকিরাপুল, রাজারবাগ হাসপাতাল নয়, কাকরাইলে আইডিবি ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে। তাদের ইট-পাটকেলের আঘাতে মন্ত্রী পাড়ার বিভিন্ন ভবনের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের ওপর আঘাত করেছে। গাড়িতে আগুন দিয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা করেছে। বেশ কয়েকটি পুলিশ বক্সে আগুন দিয়েছে।’
সারাবাংলা/ইউজে/পিটিএম