Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানচিতে নৌকাডুবি: তিন দিন পর আরও ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৭:২১

ফাইল ছবি

বান্দরবান: থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে সাঙ্গু নদীতে নৌকাডুবির তিন দিন পর আদাপাড়া এলাকা থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার (২৮ অক্টোবর) সকালে রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর সাঙ্গু নদীর আদা ম্রো পাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয়রা। মৃতরা হলেন- রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ড অংলে খুমী পাড়া এলাকার লংবে খুমী (৪৫) একই ইউনিয়নের চয়অং খুমী পাড়ার ছাই খুমী (৩০)।

বিজ্ঞাপন

উল্লখ্য, গত বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে যান বাজার করতে। পরে বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন নদীর তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে গত বৃহস্পতিবার থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লং রে খুমি (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। এরপর শনিবার সকালে আরও ২ জনের মরদেহ উদ্ধার করলো স্থানীয়রা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে দুজনের মরদেহ এলাকাবাসী উদ্ধার করেছে।’

সারাবাংলা/এমও

থানচিতে নৌকাডুবি মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর