Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরাপুলে হামলায় পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৩ ১৬:৪১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৯:২৮

ঢাকা: রাজধানীর ফকিরাপুল মোড়ে হামলার শিকার হয়ে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছিলো। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা রায়হান রাবদি নামে এক যুবক জানান, ফকিরাপুল মোড়ে পুলিশের ওপর যখন হামলা হয় তখন ওই পুলিশ সদস্যসহ ৪ পুলিশ একটি ভবনে ঢুকে পড়েন। ভয়ে তাদের সঙ্গে ভবনটিতে ঢুকেন রায়হান। সেখান থেকে হঠাৎ ওই পুলিশ সদস্য বাইরে বেরিয়ে যান। তখনই তার উপর হামলা চালানো হয়। তারা পুলিশ সদস্যের মাথায় আঘাত করে। সেখান থেকে তিনি অন্য পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার কে এন নিয়তি রায় বলেন, ‘একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।’

সারাবাংলা/এমও

টপ নিউজ পুলিশ সদস্য ফকিরাপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর